জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। |
সোমবার বিকালে দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী এ প্রতিষ্ঠানের সার ও কেমিক্যাল রাখার গুদামে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
তবে অগ্নিকাণ্ডের কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ছানোয়ার হোসেন বলেন, সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান সার কারখানার এ কর্মকর্তা।