গত শনিবার সান্তিয়াগো বার্নাবেউয়ে ‘এল ক্লাসিকো’তে ৮৪তম মিনিটে বার্সেলোনার নেইমারকে পিছন থেকে লাথি মারায় ইসকোকে লাল কার্ড দেখান রেফারি ফের্নান্দেস বোরবালান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ম্যাচটি ৪-০ গোলে হারে মাদ্রিদের ক্লাবটি।
পরে বুধবার ইসকোকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে স্পেনের ফুটবল কর্তৃপক্ষ।
এই নিষেধাজ্ঞার ফলে লিগে আগামী রোববার এইবারের মাঠে এবং ৫ ডিসেম্বর গেতাফের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারবে না ২৩ বছর বয়সী স্পেনের এই খেলোয়াড়।
১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বর্তমানে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। দুই পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় আতলেতিকো মাদ্রিদ। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।