বাফুফে সভাপতি জানিয়েছেন, আসরে ৮টি মালিকানাধীন দল অংশ নেবে। খুব শিগগিরই এই বিষয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। এদিকে সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের পক্ষ থেকে ভাস্বর গোস্বামী জানিয়েছেন, প্রস্তাব অনুযায়ী দিয়াগো ম্যারাডোনাকে দিয়েই এই আসরের উদ্বোধন করানোর সব চেষ্টাই করবেন তারা। দলের মালিকরা চাইলে ইউরোপিয়ান লিগ থেকে খেলোয়াড় আনতে পারবেন। তবে দলগুলোর নামকরণ হবে বাংলাদেশের ৮ জেলার নাম দিয়ে। কেননা, আসরের ৮টি দল নির্বাচন করা হবে দেশের ৮ জেলা থেকে। আর প্রতিটি দলের নামের সঙ্গে থাকবে স্ব-স্ব জেলার নাম। উল্লেখ্য, অনেক আগেই সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপ ও ইউকে সকার লিগের পক্ষ থেকে পৃথকভাবে বাংলাদেশে মালিকানাভিত্তিক দল নিয়ে এমন আসরের প্রস্তাব দেওয়া হয়েছিল বাফুফেকে। তবে এ নিয়ে এতদিন খুব বেশি ভাবনা-চিন্তা না দেখালেও মঙ্গলবার বাফুফে সভাপতির বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Tags:
টক অফ দ্যা টাউন