★★ ব্রিজ এবং কালভার্ট বলে?
উওরঃ সড়ক বা রেলপথের নিচ দিয়ে আড়াআড়ি পানি নিষ্কাশনের জন্য গভীর নদ-নদী বা জলাশয়ের উপর নির্মিত কাঠামোকে ব্রিজ বলে।স্প্যান দৈর্ঘ্য ৬ মি. বেশি
অগভীর নদী বা জলাশয়ের উপর নির্মিত কাঠামোকে কালর্ভাট বলে।স্প্যান দৈর্ঘ্য ৬ মি. কম
১.পায়ার ও স্প্যান বলতে কি বুঝায়?
পায়ারঃ দুই বা ততোধিক স্প্যান বিশিষ্ট ব্রীজ/কালভার্টের মধ্যবর্তী সাপোর্ট কে পায়ার বলে। যা লোড বহন করে।
ব্রীজ/ কালভার্টের প্রান্তদেশীয় সাপোর্ট কে এবাটমেন্ট বলে।
স্প্যানঃ দুটি সাপোর্টের মধ্যবর্তী দূরত্বকে কে স্প্যান বলে
স্প্যান দুই প্রকারঃ
১। মুক্ত স্প্যান, ২। কার্যকরী স্প্যান।
১।মুক্ত স্প্যান:- বীম বা গার্ডারের সাপোর্ট থেকে সাপোর্ট পর্যন্ত দূরত্বকে মুক্ত স্প্যান বলে।
২।কার্যকরী স্প্যান:- সাপোর্টের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কার্যকরী স্প্যান বলে।
২.ব্রিজের অ্যাবাটমেন্ট অনুযায়ী ব্রিজ কত প্রকার?
উওরঃ ২ প্রকার (সরল,বক্র ব্রিজ)
৩.ব্রিজ কেন বাকাঁ করে নিমার্ণ করা হয়?
উওরঃ শিয়ার পীড়ন ও বেন্ডিং মোমেন্টকে প্রতিরোধ করার জন্য এবং লোড গুলো সমানভাবে প্রতিটি পিলারে পড়ার জন্য
৪.যে কোন দেশের সড়কের সবচেয়ে বড় বাধাগুলো কি কি?
উওরঃ নদ-নদী, জলাশয় ইত্যাদি
৫.ডেকস স্লাব কাকে বলে?
উওরঃ ব্রিজের ( ডেড লোড,লাইভ লোড, এনভায়রনমেন্টাল লোড) বহনকারী স্ল্যবকে ডেকস স্ল্যাব বলে।
৬.ব্রিজের পায়ারের পাইলিং কার্য সম্পাদনের জন্য কোন ধরণের অস্হায়ী নিমার্ণ কাজটি করা হয়?
উওরঃ কফ্যার ড্যাম
৭.ব্রিজের ডেকস স্ল্যাবের সাটারিং কিসের উপর স্হাপন করা হয়?
উওরঃ পায়ার এবং অ্যাবাটমেন্টের উপর
৮.বেইলি ব্রিজ কাকে বলে?
উওরঃ যে সকল ব্রিজের কিছু অংশ স্টিল এবং কিছু অংশ কংক্রিটেরর তৈরী তাকে বেইলি ব্রিজ বলে।
৯.ব্রিজের লোড ডিস্ট্রিবিউশন পদ্ধতি?
উওরঃ সকল প্রকার লোড বহন করে Deck slab। এই ডেকস স্ল্যাবের লোড বহন করে Girder, এবং গর্ডারের লোড বহন করে pier cap,এই পায়ার ক্যাপের লোড বহন করে pier, পায়ারের লোড গুলো অনেকগুলো pile ডিস্ট্রিবিউশন হয়ে চলে যায় ভিওিতলে।
১০.ব্রিজ এবং কালর্ভাট কত প্রকার ও কি কি?
উওরঃ ব্রিজ ৫ প্রকার। যথা-
Girder bridge
Arch bridge
cable stayed bridge
Truss bridge
Rigid Frame bridge
Culvert
Box culvert
pipe culvert
slab. culvert
Arch. culvert
১১.ব্রিজ এবং কালর্ভাটের বিভিন্ন অংশের নাম?
উওরঃ ব্রিজ (পায়ার,অ্যাবাটমেন্ট,গর্ডার, ডেকস স্ল্যাব,পায়ার ক্যাপ,প্যারাপেট)
কালর্ভাট(অ্যাবাটমেন্ট,উইং ওয়াল, প্যারাপেট)
১২.R.c.c & steel bridge কখন ব্যবহার করা হয়?
উওরঃ দীর্ঘ স্প্যানের ব্রিজ নিমার্ণে R.c.c ব্রিজ ব্যবহার করা হয়
ছোট স্প্যানের ব্রিজ নিমার্ণ steel ব্রিজ ব্যবহার করা হয়
১৩. Moveable span কোথায় ব্যবহার করা হয়?
উওরঃ যেখানে স্প্যানের নিচ দিয়ে বড় বড় জাহাজ চলাচল করে এবং স্প্যান স্হান্তার যোগ্য।
১৪.? নৌ চলাচলের জন্য ফ্রি- বোর্ড কত রাখা হয়
উওরঃ২৪০-৩০০ সেমি
১৫.ব্রিজের লোড হিসাব করার জন্য L.L ফ্যাক্টর কত ধরা হয়?
উওরঃ ১.৬
১৬.কয়েক প্রকার ভাসমান ব্রিজের নাম বলুন?
উওরঃ বোট ব্রিজ,পল্টন ব্রিজ
১৭.একজন নিমার্ণ প্রকৌশলী হিসাবে ব্রিজ নিমার্ণ শেষে রক্ষাণবেক্ষণ জন্য কি কি চেক করা হয়?
উওরঃ উইপ হোল,ডেকস স্ল্যাব, ব্রিজ এপ্রোচ,উইং ওয়াল,অ্যাবাটমেন্ট,স্প্যান, পেরাপেট ঠিক আছে কিনা।না থাকলে পুন:মেরামত করা।
১৮/ব্রিজের মাঝখানে উচু হওয়ার কারন কি?
উত্তরঃ সর্বোচ্চ বন্যা তল হিসেব করে ব্রীজ সংযুক্ত রাস্তা নির্মান করে আর তার সাথে সামন্জস্য রেখে ব্রীজের দুপাশের হাইট মিলানো হয় কিন্তু মরফোলজিষ্ট নাব্যতা ও নদীর স্বাভাবিক গতি প্রবাহ জরিপ করে নৌযান সমুহ বা উধ্বার কারি নৌযানের উচ্চতা ডিজাইন হাইট ধরে এক বা একাধিক স্প্যন কার্ভ করে উচু রাখা হয় যাতে সবর্বোচ্চ চলমান উচ্চতার নৌযান স্বাভাবিক ভাবে ঐ ব্রীজ অতিক্রম করতে পারে।