ম্যাট ফাউন্ডেশন এর কাজের সময় যেসব জিনিস খেয়াল রাখতে হবে।।।
১. ড্রইং অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের C.C. Casting করতে হবে।
২. ৫ থেকে ৭দিন কিউরিং করতে হবে।
৩. Double Net ব্যাবহার করা হলে, নিচের নেটে লং বার নিচে শর্ট বার উপরে, উপরের নেটে শর্ট বার নিচে লং বার উপরে।
৪. দুইটি নেট ব্যাবহার করলে এদের মাঝে রিইনফোর্সমেন্ট চেয়ার ব্যাবহার করা শ্রেয়।
৫. ল্যাপিং এর ক্ষেত্রে ড্রয়িং অনুসরন করতে হবে।
৬. প্রত্যেক পার্শ্বে ক্লিয়ার কভার ৩” অথবা ড্রয়িং ফলো করতে হবে।
৬. বারগুলোর ডায়া এবং স্পেসিং চেক দিতে হবে।
৭. পাইলের রড বের হয়ে থাকলে তা কেটে দিতে হবে অথবা বেসমেন্ট রডের সাথে বেকে দিয়ে কাস্টিং এ যেতে হবে।
৮. R.C.C. Wall থাকলে ওয়াল এর রড গুলো বা মাটাম ড্রয়িং অনুযায়ী চেক করতে হবে। ওয়াল এ দুইটি লেয়ার এ রড ব্যাবহার করার জন্য সেপারেটর দিতে হবে। অবশ্যই ফেসবার ব্যাবহার করতে হবে।
৯. কাস্টিং কংক্রিটের Max Stress ১:১.৫:৩ অনুপাতে ৩৫০০PSI এ প্রয়োগ করতে হবে।
১০. ঢালাই এর ২৪ ঘন্টা পর থেকে কিউরিং শুরু করতে হবে।