Soil report দেখে পাইল বা ভিত্তির ব্যাবহার


    রিপোর্ট দেখে কিভাবে বুঝবেন পাইলিং লাগবে না ফাউন্ডেশন

    আজকে আমরা রিপোর্ট এর মাধ্যমে বুঝার চেস্টা করবো আপনার সাইটে সর্বচ্চ কত তলা বিল্ডিং করা যাবে,
    এর জন্য আপনাকে সয়েল রিপোর্ট এ থাকা টেস্ট গুলোর পজেটিভ মান জানা বাধ্যতামূলক(জেনে রাখুন,একটা সয়েল রিপোর্ট এ দুই ধরনের টেস্ট এর রেজাল্ট দেওয়া থাকে,১.ফিল্ড টেস্ট—২,ল্যাবরেটরি টেস্ট,ফিল্ড টেস্ট টাকে আমরা ডিস্ট্রাব টেস্ট বলে থাকি,ফিল্ড টেস্ট থেকে আমরা ৩টি পাঠ নেই–১.এস,পি,টি পাঠ
    ২.ওয়াটার গ্রাউন্ড লেভেল পাঠ(জেনে রাখা ভালো
    যেখানে বোরিং করা হয়ছে সেখানের পানির ল্যায়ার কত ফিট নিচে আছে সেটা ফিতা দিয়ে মেপে দেখে তারপর সঠিক মান টা খাতায় লিপিবদ্ধ করতে হবে,আর অবশ্যই মান এর আগে একটি (-)বসাতে হবে)অনেক এটাকে গুরুত্ব দেয় না যার ফলে ডিজাইনার ডিজাইন করতে অসুবিধা ভোগ করে
    ২.আর,এল পাঠ(এটা হলো বোরিং এর সাইটি মানে জমিটি রোড থেকে উপরে না নিচে সেটা! আর কতটুকু নিচে বা উপরে সেটার মান(জেনে রাখুন যদি জমিটি রোড লেভেল থেকে উপরে হয় তাহলে মানটির আগে একটা (+)দিতে হবে,আর নিচে হলে (-) দিতে হবে
    অন্য দিকে আসেন
    ল্যাবরেটরি টেস্ট—
    এটাকে আন ডিস্ট্রাব টেস্ট বলে,ল্যাবরেটরিতে সাধারণত নিচের পরিক্ষা গুলো করা হয়
    ন্যাচারাল ময়েশ্চার কন্টেন্ট টেস্ট,গ্রেইন সাইজ ডিস্ট্রিবিউশন টেস্ট,আটারবাগ লিমিট টেস্ট,ডেনসিটি টেস্ট,ভয়েড রেশিও টেস্ট,ফ্রিকশন টেস্ট আন কম্পাইন্ড টেস্ট, শিয়ার টেস্ট ইত্যাদি
    রিপোর্ট এর ল্যাবরেটরি টেস্ট গুলো এনালাইসিস করে দেখলেন যে উক্ত সাইটেগর জমির প্রতিটি বোরিং এর মাটির ফ্রিকশন,শিয়ার,ময়েশ্চার গ্রেইন সাইজ পজেটিভ,এবং ফিল্ড থেকে কালেক্ট করা এস,পি,টি প্রথম ৫’ এ ৫ আসছে তারপর ৭’ এ ৬ তারপর ১০’ এ ৭ এভাবে ক্রমান্নয়ে ২৫’-৩০’ পর্যন্ত ৯ বা ১০ এস,পি,টি আছে(এক কথায় ৫’-২৫’,৩০’ পর্যন্ত যদি এস,পি,টি ৫-১০ এর ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি সেখানে ৫ -৬ তলা একটি বিল্ডিং ফাউন্ডেশন দিয়েই করতে পারবেন,৮ থেকে ১০ তলা বিল্ডিং এর জন্য নিম্নে মাটির চার পাচটা ল্যায়ার এর এস পি টি ১৮ থেকে ২৫ এর ভিতর থাকতে হবে আর যদি দেখেন মাটির ৪-৫ টা ল্যায়ার এর এর পর ২ থেকে-৩ টা ল্যায়ার খুবি শক্ত যেখানে এস,পি,টি ৫০ এর উপর তাহলে সর্বচ্চ বিল্ডিং ঝুকিমুক্ত ভাবে আপনি করতে পারবেন, (জেনে রাখা ভালো একটা ফান্ডেশন বা পাইল কে ইঞ্জিনিয়ারিং ভাষায় ভিত্তি বলা হয়,ভিত্তি মুলত ২ প্রকার শ্যালো ফাউন্ডেশন (অগভীর,যেটা ফুটিং বা ফাউন্ডেশন নামে পরিচিত)
    অন্য দিকে ডেপথ ফাউন্ডেশন (গভির যেটাকে আমরা পাইল বলে থাকি
    এছাড়াও মাটির বেয়ারিং ক্যাপাসিটি ও এস,পি,টির মান ক্যালকুলেশন এর মাধ্যমে আপনার বিল্ডিং এর লোড নির্নয় করতে পারবেন!
    এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যদি এস,পি টির মান ৫’থেকে ২৫’ বা ৩০’, পর্যন্ত যদি ৫ থেকে ১০ এর ভিতরে না থাকে তাহলে কি করতে হবে–?
    উত্তর আসবে তখন আপনাকে শক্ত লেয়ার না পাওয়া পর্যন্ত বোরিং করে যেতে হবে,ধরুন ৫’ থেকে ৩০’ গ্রহন যোগ্য এস,পি,টি নেই কিন্তু এস,পি,টি ৫০’ থেকে ৮০’ পর্যন্ত ভালো তখন আপনাকে বুঝতে হবে পাইল টা ৫০’ এ ছাড়তে হবে –তাই গ্রহন যোগ্য এস,পি,টি পাওয়ার জন্যই বোরিং এর গভিরতা বাড়াতে হয়)
    এবার আসুন পাইল নিয়ে কিছু কথা বলা যাক(তার আগে আরেকটু কথা না বললেই নয় সেটা হলো আপনারা ড্রয়িং টা ভালো ভাবে শিখে নিবেন কারন ড্র‍য়িং না বুজলে আপনি ইঞ্জিনিয়ার হয়ে লাভ নেই-ড্রয়িং হচ্ছে আপনার গাইড লাইন
    কারন ড্রয়িং এ ডিজাইনার যখন পাইল সিডিউল পেইজ টা আপনার হাতে দিবেন,ড্রয়িং না পারলে আপনি যত কাজ বুজেন না কেনো কার্যক্ষেত্রে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন,নানান রকমের প্রশ্ন আপনাকে চারপাশ থেকে আক্রে ধরবে,না পারবেন ওই মুহুর্তে কারো হেল্প নিতে না পারবেন সঠিক ভাবে কাজ পরিচালনা করতে (ধরুন একটা পাইল শিডিউল এর ড্রয়িং আপনাকে ধরিয়ে দেওয়া হলো,সেখানে পাইল লে আউট,এবং কোন পাইলের কত গভীরতা সেটা ড্রয়িং এ উল্লেখ করা আছে!কিন্তু তখন দেখবেন
    ড্রয়িং না জানা থাকলে কমন জিনিস টা আপনার কাছে জঠিল মনে হবে
    এবার আসুন একটা ড্রয়িং এ বলা আছে যে তিন নাম্বার এবং ২ নাম্বার পাইলের গভীরতা ৬০’ এটার মানে কি?
    আর সব পাইলের গভীরতা সেম ৪৫’ এই দুটো পাইল একটু বেশি কেনো?
    কারন ৪৫’ থেকে এই ফাইল গুলোর গ্রহন যোগ্য এস,পি,টি পাওয়া গিয়েছিলো বাকি ২ নাম্বার আর ৩ নাম্বার পাইলের গ্রহন যোগ্য এস,পি,টি ৫০’এবং ৬০’ থেকে পাওয়া গিয়েছে!!!!
    এবার আসুন আরেক টা বিষয় বুজার চেস্টা করি ড্রয়িং বলছে প্রতি টা পাইলের ক্যাপ থাকবে ৫’
    তার মানে কি?তার মানে হচ্ছে আপনি যখন পাইল গুলো কাস্টিং করবেন (ধরেন সব গুলো পাইল ৪৫’ কাস্টিং করলেন আই মিন ভূপৃষ্টের মাটির লেভেল পর্যন্ত এবার একটু চিন্থা করুন ত পাইল টা যে আমি মাটির লেভেল করে রাখলাম তার উপর যদি বেইজ ঢালায় দেয়,এবং বেইজের উপর যদি আবার শর্ট কলাম বসায় তাহলে বিল্ডিং এর ফ্লোর লেভেল টা কত উচু হবে?
    আমার ত ফ্লোর থাকবে একদম মাটির লেভেলে,তার জন্যই ৪৫’ এর পাইল এর মাতা থেকে ৫’ নিচের দিকে বেজ্ঞে রড গুলো বের করে রাকতে হয় যেনো ৫’ নিচ থেকে বেইজ ও শর্ট কলাম ঢালাই করলে বিল্ডিং এর ফ্লোর টা ভূমি লেবেল হয়(এই যে পাইল নিচের দিকে ৫’ বেজ্ঞে যে রড গুলো বের করে রাখা হয় সেটাকেই আমরা পাইল ক্যাপ বলি—
    আরেক টা বিষয় পাইল ঢালাই কিন্তু ৪৫’ করতে হবে আর যদি পাইল ক্যাপ দিতে গিয়ে ৪০’ করেই রেখে দেন তাহলে কাদা ঢুকে যাবে রড মরিচা ধরে নষ্ট হয়ে যেতে পারে!!!!
    ধন্যবাদ সবাইকে।

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post