সার্ভে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি


    একজন সার্ভেয়ার নির্মাণ ও জমি সংক্রান্ত কাজে ভূমি জরিপ করে থাকেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও প্রজেক্টে এ পেশায় কাজ করার সুযোগ রয়েছে।

    একজন সার্ভেয়ার কোথায় কাজ করেন?

    • সরকারি প্রতিষ্ঠান, যেমনঃ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ভূমি অফিস
    • রিয়েল এস্টেট কোম্পানি
    • ঠিকাদারী প্রতিষ্ঠান
    • কনস্ট্রাকশন কোম্পানি
    • শিল্প-কারখানা

     

    একজন সার্ভেয়ার কী ধরনের কাজ করেন?

    • ভূমি জরিপ করা;
    • সিভিল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কাজের একটি আনুমানিক হিসাব তৈরি করা;
    • নির্মাণাধীন প্রজেক্টটি কীভাবে সম্পাদিত হবে, তার নকশা তৈরি করা;
    • প্রজেক্টের জন্য প্রয়োজনীয় সামগ্রীর সামগ্রিক হিসাব ঠিক করা;
    • প্রজেক্ট চলার বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় সামগ্রীর সামগ্রিক হিসাবের পর্যালোচনা করা;
    • স্থাপনা নির্মাণে নিযুক্ত সিভিল ইঞ্জিনিয়ারকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা দেয়া।

    একজন সার্ভেয়ারের কী ধরনের যোগ্যতা থাকতে হয়?

    শিক্ষাগত যোগ্যতাঃসাধারণত সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রির প্রয়োজন হয়। কিছু ক্ষেত্রে এ বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারীরা নিয়োগ পান।

    বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউট থেকে প্রশিক্ষণ নিয়ে এ পেশায় আসা সম্ভব। বিশেষ করে রিয়েল এস্টেট ও কনস্ট্রাকশন কোম্পানিতে কাজের বেলায় প্রশিক্ষণ থাকার দরকার পড়ে।

     

    অভিজ্ঞতাঃ সাধারণত এক বছরের অভিজ্ঞতা থাকলে সার্ভেয়ার হিসেবে নিয়োগ পাওয়া যায়। তবে বাংলাদেশ সার্ভে ইন্সটিটিউটের সনদ এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে।

    বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে ৫ – ৮ বছরের অভিজ্ঞতা চাওয়া হয় নিয়োগের ক্ষেত্রে।

    বিশেষ শর্তঃ সার্ভেয়ারের কাজ সাইটভিত্তিক এবং কাজটি বেশ কষ্টসাধ্য। তাই সাধারণত পুরুষ প্রার্থীদেরকে সার্ভেয়ার হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তিতেও এর উল্লেখ করা থাকে।

    একজন সার্ভেয়ারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?

    • জরিপ ও পরিমাপ বিষয়ে সম্যক ধারণা;
    • মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, প্রজেক্ট, অটোক্যাড (AutoCAD) ও হিসাবের সফটওয়্যার ব্যবহারে পারদর্শিতা;
    • ধৈর্য;
    • যেকোন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেবার ক্ষমতা।

    কোথায় পড়বেন একজন সার্ভেয়ার হতে?

    ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রি দেয়, এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেঃ

     

    একজন সার্ভেয়ারের মাসিক আয় কেমন?

    এন্ট্রি লেভেলে মাসিক আয় সাধারণত ৳২৫,০০০ হয়। নিয়োগের শুরুতে উপার্জন কিছুটা কম হলেও ধীরে ধীরে এটি বৃদ্ধি পায়। এ পেশায় মাসে ৳১,০০,০০০+ আয় করা সম্ভব।

    একজন সার্ভেয়ারের ক্যারিয়ার কেমন হতে পারে?

    সার্ভেয়ার হিসেবে কাজ করলে সাধারণত পদোন্নতির কোন সুযোগ নেই। কিছু বড় আকারের প্রতিষ্ঠানে সহকারী সার্ভেয়ারের একটি পদ থাকে।

    অভিজ্ঞতা অর্জনের পর বহু সার্ভেয়ার কন্ট্র্যাক্টর হিসাবে কাজ করেন।

    আরো বিস্তারিত তথ্য  পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এডমিন প্যানেলে রয়েছেন প্রায় ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্য ৩ জন সিনিয়র সার্ভেয়ার। তাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

    35 মন্তব্যসমূহ

    1. উত্তরগুলি
      1. আমি সার্ভেয়ার শিখতে চায়

        মুছুন
      2. সার্ভেয়িং শিখতে হলে আপনাকে নিম্ন শর্তের যেকোন ১ টি পদ্ধতি অবলম্বন করতে হবেঃ
        ১। সার্ভে বিষয়ে একটি ডিপ্লোমা ডিগ্রী নেয়া। এটা আপনার জীবনের একটি টার্নিং হবে। কাজের জন্য একটি আন্তর্জাতিক মানের স্বীকৃতি পাবেন।
        ২। যেকোন ট্রেনিং সেন্টার থেকে ৬ অথবা ১২ মাসের একটি ট্রেনিং গ্রহণ করা। এতে করে আপনি হয়তো টুলস চালাতে পারবেন, কিন্তু ভবিষ্যতের জন্য খুব বেশী উপকৃত হবেন না। কেননা এই ট্রেনিং এর বাইরেও একজন সার্ভেয়ারকে আরো অনেক কাজ করতে হয়।

        সর্বশেষ, ইচ্ছা শক্তি এবং প্যাশন থাকলে আসতে পারেন সার্ভেয়িং এর দুনিয়ায়। আপনার জন্যে রইলো শুভ কামনা এবং স্বাগতম।

        বি.দ্রঃ আরো বিস্তারিত জানতে আমাদের ই-মেইল অথবা মেসেজ করতে পারেন। আমাদের অভিজ্ঞ সার্ভেয়ারগন আপনাকে যেকোন ভাবে সহায়তা করতে প্রস্তুত। পাবলিকলি ফোন নাম্বার দেয়া সম্ভব হলো না।

        মুছুন
    2. উত্তরগুলি
      1. আপনি আমাদের মেসেজ সেকশনে মেসেজ করতে পারেন। অথবা 01912854385 এই নাম্বারে ফোন দিন। ধন্যবাদ মন্তব্যের জন্য।

        মুছুন
    3. soil excavation er akta kutation jodi diten khuv upokrito hotam sir,

      উত্তরমুছুন
    4. আসসালামু আলাইকুম
      স্যার,আমি মাদ্রাসা থেকে আলিম (HSC) পাশ করেছি।
      একটি কোরিয়ান কোম্পানিতে এসিসট্যান্ট সার্ভেয়ার হিসেবে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছি।
      সার্ভের উপর কোন একাডেমিক ডিগ্রী না থাকায় ফিউচার নিয়ে চিন্তিত। তাই আমার জন্য চাকরির পাশাপাশি সার্ভের উপর ডিপ্লোমা করার কোন সুযোগ কোথাও আছে কিনা?

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. ঢাকায় কিছু বেসরকারি পলিটেকনিক আছে। সেখানে চাইলে ভর্তি হতে পারেন। কিন্ত আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে। সার্ভেয়িং শুধু টোটাল ষ্টেশন চালনায় সীমাবদ্ধ না, এটা সর্বদাই রাখতে হবে। আপনি যেভাবে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছেন, সেটি প্রসংসার দাবীদার। আরো অনেক দূর এগিয়ে যান।

        Ridwan Ahmed
        Surveyor
        Bangladesh Water Development Board

        মুছুন
    5. আসসালামু আলাইকুম,

      পোস্টে যে দুটো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন দুটোই ঢাকার বাইরে।
      ডিপ্লোমা করায়, এরকম প্রতিষ্ঠান (সরকারি-বেসরকারি) ঢাকায় অবস্থিত, সেগুলোর নাম যদি উল্লেখ করতেন খুবই উপকৃত হতাম।

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আমরা এখনো তেমন উল্লেখযোগ্য কোন বেসরকারি সার্ভে ইন্সটিটিউটের খোজ পাইনি। তাই আপাতত আমরা দূঃখিত।

        মুছুন
    6. স‍্যার আমি গুনিয়া কাজ করতে পারি কিন্তু মোসিন চালাই পারি না আমাকে কি শিখাবে স‍্যার

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. জ্বি, আপনি চাইলেই কোথাও থেকে প্রশিক্ষন নিতে পারবেন। কিন্তু এটা কখনোই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সমকক্ষ হবেনা।

        মুছুন
    7. কমার্স থেকে এইস এস সি শেষ করে কি উক্ত প্রতিষ্ঠানে সার্ভে ইন ইঞ্জিনিয়ারিং করা যাবে? আর ভর্তি প্রক্রিয়া টা যদি একটু বিস্তারিত বলতেন..

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. হ্যা, করা যাবে। এজন্য আপনাকে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মতোই অনলাইনে আবেদন করতে হবে। আপনার ফলাফলের উপরে ভিত্তি করে ভর্তির ফলাফল পাবেন।

        মুছুন
    8. Sir আমি স্নাতক ১ম বর্ষে অধ্যায়নরত আছি।
      আমি মুলত মানবিক ব্যাকগ্রাউন্ড এর ছাত্র।
      আমি কি সার্ভেয়ার সরকারি ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবো?

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. হ্যা, পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

        মুছুন
    9. apnader office ki dhakar santinagar ba er asepase ache

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. দুঃখিত, আমাদের অফিস মিরপুর ১২, পল্লবী, ঢাকা।

        মুছুন
    10. আমি ছয় মাস মেয়াদি একটি কোর্স করেছি। এবং অটোক্যাডের কাজ কিছু টা পারি। এবং মাপা মাপিও করি। এখন আমি চাচ্ছি সিভিল ইন্জিনিয়ারিং এ ভর্তি হতে। এখন আমাকে কি কি করতে হবে???

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আপনার যদি সুযোগ থাকে, তবে সরকারি কোন পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করতে পারেন। অন্যথায় যেকোন বেসরকারি পলিটেকনিক থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে পারেন।

        মুছুন
    11. এসএসসি এর পর সার্ভেইং নিয়ে পড়া যায়? মানবিক শাখা থেকে??

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. জ্বী, আপনি যেকোন শাখা থেকেই মাধ্যমিকের পরে সার্ভেয়িং নিয়ে পড়তে পারেন।

        মুছুন
    12. হেলো স্যার আসসালামু আলাইকুম ,, আমি মোঃ নাঈম মিয়া আমি সার্বিয়ার
      এরকোর্স করতে চাই,, আমাকে দয়া করে আাপনাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করবেন

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আমরা এই মুহুর্তে কোন কোর্স করাচ্ছি না। আপনি আপনার পার্শ্ববর্তী লোকেশনে দেখতে পারেন। ধন্যবাদ।

        মুছুন
    13. সার্ভেয়ার ডিপ্লোমা করতে যোগ্যতা কি লাগে?

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. মাধ্যমিক / সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি ডিপ্লোমা ইন সার্ভে তে এপ্লাই করতে পারবেন। সরকারি পলিটেকনিকে চান্স পেতে হবে, আর বেসরকারীতে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারবেন।

        মুছুন
      2. Desh polytechnic institute Mirpur 12 kalshi road a surveying Diploma ace chaile korte paren

        মুছুন
      3. Desh polytechnic institute Mirpur 12 kalshi road a surveying Diploma ace chaile korte paren

        মুছুন
    14. আসসালামু আলাইকুম স্যার,,, আমি ssc দিয়ে সার্ভে ডিপলমা করতে চাই কিন্তুু,,,,আমার ssc পয়েন্ট আনেক কম,,, ৩:০০পয়েন্ট😭
      কিন্তুু সর্ভেই এর আমার ভালো লাগে আমি চার বছর ডিপলমা করে,, পরে তিন বছর বিএসসি করতে চাই এখন আমার এই পয়েন্ট নিয়ে কি কি করতে পারি ,,, কোথায় চান্স পেতে পারি

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. আপনি প্রাইভেট যেকোন পলিটেকনিক (যেখানে সার্ভে বিষয় আছে) থেকে ডিপ্লোমা করতে পারেন।

        মুছুন
    15. বাংলাদেশে কোন কোন জায়গায় সার্ভেয়ার ডিপ্লোমা কলেজ আছে সরকারি

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. রাজশাহী এবং কুমিল্লাতে ২ টি সার্ভে পলিটেকনিক আছে।

        মুছুন
    16. ভাই আমি সারভিয়ার লাইনে পরতে চাই। এখানে চাকরির সুবিধা কিরকম।

      উত্তরমুছুন
      উত্তরগুলি
      1. এই সেক্টরে চাকরীর সুবিধা অনেক ভালো এবং বড় কথা যে, আপনি চাইলে খুব সহজেই নিজের ব্যবসা দাড় করাতে পারবেন।

        মুছুন
    একটি মন্তব্য পোস্ট করুন
    নবীনতর পূর্বতন