সিভিল ডিপার্টমেন্ট গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নের উত্তর

    ১) প্রশ্নঃ রাস্তার কাজে কোর্স এগ্রিগেট বিছানোর পর কতটন রোলার দিয়ে রোলিং করতে হয়?

    উত্তরঃ ১০ টন

    ২) প্রশ্নঃ সিমেন্ট কনক্রিটের রাস্তাকে কি পেভমেন্ট বলা হয়?
    উত্তরঃ Rigid Pavement

    ৩) প্রশ্নঃ সড়কে সুপার এলিভেশন কোথায় দিতে হয়?
    উত্তরঃ Horizontal Curve এ

    ৪) প্রশ্নঃ সিলকোট স্থাপনের কত দিন পর ট্যাককোট স্থাপন করা ভালো?
    উত্তরঃ ৭ দিন

    ৫) কনক্রিটের সড়ক তৈরী করার পর কত দিন কিউরিং করতে হয়?
    উত্তরঃ ২৮ দিন

    ৬) প্রশ্নঃ জাদুঘর, মসজিদ, হাসপাতাল ইত্যাদি কোন ধরনের ট্রাফিক সাইন?
    উত্তরঃ Informatory Sign

    ৭) রাস্তার সরল অংশ এবং বৃত্তাকার বাকের মধ্যে পরিবর্তনশীল যে বাক ব্যাবহৃত হয় তার নাম কি?
    উত্তরঃ ভ্রান্তি বাক

    ৮) জাতীয় হাইওয়ের দুইপাশে শোল্ডারের প্রস্থ কত মিটারের কম হবে না?
    উত্তরঃ ২ মিটার

    ৯) বাংলাদেশে ব্যাবহৃত ব্রডগেজ রেলের দৈর্ঘ্য কত?
    উত্তরঃ ১.৬৭৬ মিটার

    ১০) Fouling Mark কি ?
    উত্তরঃ বিপদ চিহ্ন

    ১১) মোমেন্ট অব ফোর্স এর সুত্র কি?
    উত্তরঃ বল X লম্ব দুরত্ব

    ১২) কোন বস্তুর উপর ৬ কেজি ও ৮ কেজি বল সমকোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে ?
    উত্তরঃ ১০ কেজি

    ১৩) ত্রিভুজের ভুমি b এবং উচ্চতা h হলে ভুমি রেখা থেকে CG এর দুরত্ব কত হবে?
    উত্তরঃ h/3

    ১৪) যে বীমের এক প্রান্ত সাপোর্টের বাইরে বাড়ানো অবস্থায় লোড বহন করে তাকে কি বলে?
    উত্তরঃ ঝুলন্ত বীম

    ১৫) বেন্ডিং মোমেন্ট যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলা হয় –
    উত্তরঃ ইনফ্লেকশন বিন্দু

    ১৬) ১ হর্স পাওয়ার সমান কত?
    উত্তরঃ 75 kg-m/সেচ

    ১৭) ACI কোড অনুযায়ী বীমের মিনিমাম বেন্ডিং রিইনফোর্সমেন্ট কত?
    উত্তরঃ 200/fy

    ১৮) কনক্রিটের Failur load ও Working load এর অনুপাত কত ধরা হয়?
    উত্তরঃ ২.২৫

    ১৯) ডায়াগোনাল টেনশন সাপোর্টের দিকে আনুভুমিকের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে?
    উত্তরঃ ৪৫

    ২০) একমুখো ক্যান্টিলিভার স্ল্যাব এর ACI কোড অনুসারে ন্যূনতম পুরুত্ব কত?
    উত্তরঃ L/12

    ২১) কোন এলাকার রানঅফ ও বৃষ্টিপাতের অনুপাতের হারকে কি বলে?
    উত্তরঃ রানঅফ সহগ

    ২২) নিরাপত্তার জন্য বাধ এলাকায় অতিরিক্ত পানি অপসারণের জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কি বলে?
    উত্তরঃ স্পিলওয়ে

    ২৩) মাটির বাধের সর্বাধিক উচ্চতা কত হতে পারে?
    উত্তরঃ ৩০ মিটার

    ২৪) খাল বা অন্য কোন খনন প্রক্রিয়ার মাটি খননের গভীরতাকে কি বলে?
    উত্তরঃ সাক্ষী

    ২৫) ফিস ল্যাডারে পানির গতিবেগ কত?
    উত্তরঃ ৩ মিটার/সেকেন্ড

    ২৬) বাংলাদেশের সমভূমি অঞ্চলে কোন সেচ পদ্ধতি উপযোগী?
    উত্তরঃ পিরিনিয়াল পদ্ধতি

    ২৭) বাংলাদেশে বহুল প্রচলিত ও জনপ্রিয় সেচ পদ্ধতি কি?
    উত্তরঃ দোন

    ২৮) অগভীর নলকুপের সাহায্যে কত গভীরতাত পানি উত্তোলন করা যায়?
    উত্তরঃ ৪০ থেকে ৫০ মিটার

    ২৯) জমিতে বীজ বপন থেকে শুরু করে শস্য অপরিপক্ক করার সময় পর্যন্ত ব্যাবহৃত মোট পানির গভীরতাকে কি বলে?
    উত্তরঃ ডেল্টা

    ৩০) বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
    উত্তরঃ গঙ্গা-কপোতাক্ষ

    ৩১) সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব কত?
    উত্তরঃ ১.০২৫

    ৩২) ৬ নং হ্যান্ড পাম্পের সিলিন্ডারের ব্যাস কত ইঞ্চি?
    উত্তরঃ ৬ ইঞ্চি

    ৩৩) মৃত্তিকা হতে কোন পদ্ধতিতে পানি অপসারণ করলে মৃত্তিকার শিয়ার স্ট্রেংথ বৃদ্ধি পায়?
    উত্তরঃ ইলেক্ট্রো অসমোসিস পদ্ধতি

    ৩৪) ভুনিম্নস্থ পানি নিষ্কাশনের প্রক্রিয়া কি নামে পরিচিত?
    উত্তরঃ ডি ওয়াটারিং

    ৩৫) নলকুপের ছিদ্রের উলম্বিকতা পরীক্ষার জন্য কি ব্যবহৃত হয়?
    উত্তরঃ ওলন চাকতি

    ৩৬) অবনমন শঙ্কুতে বিভিন্ন বিন্দুর অবনমন প্রদর্শিত কার্ভকে কি বলা হয়?
    উত্তরঃ ড্র ডাউন কার্ভ

    ৩৭) মৃত্তিকার কণায় বন্ধ হয়ে যাওয়া স্টেনারকে মুক্ত করবার জন্য কি ব্যবহার করা হয়?
    উত্তরঃ ব্যাক বোরিং

    ৩৮) বৃষ্টির ফোটার সর্বনিম্ন আকার কত?
    উত্তরঃ ০.৫ মিলিমিটার

    ৩৯) বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
    উত্তরঃ ২০৩ সেমি

    ৪০) বাংলাদেশে সর্বাধিক ব্যবহৃত বৃষ্টিমান যন্ত্র কোনটি?
    উত্তরঃ সাইমন বৃষ্টিমান যন্ত্র

    ৪১) ডিফর্মড বারের জন্য টেনশন জোনে ল্যাপিং কত ধরা হয়?
    উত্তরঃ 40D

    ৪২) পরিখার মাটির ভরাট মাটি খননের কত অংশ ধরা হয়?
    উত্তরঃ ১/৫ অংশ

    ৪৩) বীমে সাধারনত কনক্রিটের শতকরা কত ভাগ রড ধরা হয়?
    উত্তরঃ ১ থেকে ২

    ৪৪) ব্যবহৃত রডের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়?
    উত্তরঃ ৬ মিটার

    ৪৫) ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
    উত্তরঃ ১১২

    ৪৬) এক ফিট দীর্ঘ একটি ২০ মিলি রডের ওজন কত?
    উত্তরঃ ০.৭৫ কেজি

    ৪৭) ১ঃ২ঃ৪ রেশিওতে ১০০সিএফটি ঢালাইয়ের কাজে কত ব্যাগ সিমেন্ট প্রয়োজন?
    উত্তরঃ ১৭.৫ ব্যাগ

    ৪৮) ১ ঘনমিটার গাথুনীর কাজে কতিটি ইটের প্রয়োজন?
    উত্তরঃ ৪১০টি

    ৪৯) ফ্লোরে টাইলস লাগানোর মসলায় সিমেন্ট ও বালির অনুপাত কত থাকে?
    উত্তরঃ ১ঃ৩

    ৫০) ব্রিক ওয়াল প্লাস্টারের কাজে ব্যবহৃত মসলায় সিমেন্ট ও বালির অনুপাত কত?
    উত্তরঃ ১ঃ৫

    5 Comments

    1. ভাই বেঙ্গলে কি ভাবে টাইলসের সাব কন্টাক নিব, আমাকে বলেন?

      ReplyDelete
    Post a Comment
    Previous Post Next Post