1. Pile Layout System :
লে আউট চূড়ান্ত হওয়া পর পাইল লে আউট দিতে হবে। গ্রীড লাইন রেফারেন্স কলামের সেন্টার লাইন ঠিক করতে হবে এবং তার উপর ভিত্তি করে পাইল পয়েন্ট করতে হবে। টুকরা রড পাইল পয়েন্টে বসিয়ে ঢালাই করতে হবে যেন তে পায়া নড়াচড়ারার সময় পয়েন্ট গুলো হারিয়ে না যায় এবং কাদার মধ্যে ঢালাই ও রড দেখে পাইল পয়েন্ট নির্ণয় করা যায় এমনি ভাবে ড্রয়িং মোতাবেক প্রত্যেকটি কলাম এর জন্য পয়েন্ট দিতে হবে।
2. Piling Equipment List:
- উইঞ্চ মেশিন
- চিজেল
- বোরিং পাইপ
- ট্রিমি পাইপ
- বাকেট
- তে পায়া/দু পায়া
- মিক্সার মেশিন
- ক্যাসিং পাইপ, ইত্যাদি
3. Work Procedure :
পাইল সতর্কতার সাথে করতে হবে যেহেতু মাটির নিচে কাজ চোখে দেখা যায় না যেকোনো সমস্যা দেখা দিতে পারে। সেইজন্য পাইল করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো মেনে চলতে হবে তাহা বর্ণনা করা হলঃ
(১) তে পায়ার সাহায্য চিজেল পাইল পয়েন্টর উপর বসাতে হবে।
(২) চিজেলের মধ্যে পানি দিয়ে পূর্বে ঢালাই কৃত পাইল পয়েন্ট ঠিক কাটপিস রডের উপর পানি পরতে হবে।
(৩) উইঞ্চ মেশিনের সাহায্যে 5 থেকে 6 ফুট বোরিং করে ক্যাসিং পাইপ বসাতে হবে।
(৪) বোরিং শেষ হলে কমপক্ষে আধা ঘণ্টা ওয়াশ করতে হবে।
(৫) ওয়াশ শেষে রডের খাচা বোরিং এর ভিতর নামাতে হবে এবং রডের টপ কোন লেভেলে রাখতে হবে, তাহা ওয়াটার লেভেলের সাহায্য ঠিক করতে হবে এবং সেই মাপে একটি রড,পাইলের রডের সাথে ওয়েল্ডিং করে ক্যাসিং পাইপের মাথায় হুক করে আটকাতে হবে।
(৬) কাট অফ লেভেল অংশটুকু ফলস ঢালাই করতে হবে অর্থাৎ ১:২:৪/১:৩:৬ হতে কস্টিং করতে হবে
(৭) উপরের নিয়মে প্রত্যেকটি পাইলের কস্টিং সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে পাশাপাশি পাইল পরপর করা যাবে না একটি পাইল থেকে আরেকটি পায়েলের বোরিং দূরত্ব কমপক্ষে ছয় ফুটের হতে হবে। এর বেশি হলে আরো ভালো।
(৩) উইঞ্চ মেশিনের সাহায্যে 5 থেকে 6 ফুট বোরিং করে ক্যাসিং পাইপ বসাতে হবে।
(৪) বোরিং শেষ হলে কমপক্ষে আধা ঘণ্টা ওয়াশ করতে হবে।
(৫) ওয়াশ শেষে রডের খাচা বোরিং এর ভিতর নামাতে হবে এবং রডের টপ কোন লেভেলে রাখতে হবে, তাহা ওয়াটার লেভেলের সাহায্য ঠিক করতে হবে এবং সেই মাপে একটি রড,পাইলের রডের সাথে ওয়েল্ডিং করে ক্যাসিং পাইপের মাথায় হুক করে আটকাতে হবে।
(৬) কাট অফ লেভেল অংশটুকু ফলস ঢালাই করতে হবে অর্থাৎ ১:২:৪/১:৩:৬ হতে কস্টিং করতে হবে
(৭) উপরের নিয়মে প্রত্যেকটি পাইলের কস্টিং সম্পন্ন করতে হবে। মনে রাখতে হবে পাশাপাশি পাইল পরপর করা যাবে না একটি পাইল থেকে আরেকটি পায়েলের বোরিং দূরত্ব কমপক্ষে ছয় ফুটের হতে হবে। এর বেশি হলে আরো ভালো।
পাইল সম্পর্কে আরো বিস্তারিত জানতে ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন। আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন।
ReplyDelete