বাথরুম বা গোসলখানা অতি গুরুত্বপুর্ণ একটি এরিয়া। কিন্তু আমাদের দেশে এই বাথরুম বেশ অবহেলিত। বাথরুম বা টয়লেট নিয়ে তেমন একটা চিন্তা কেউ করে না বললেই চলে। টয়লেট এর জন্য কয়েকটি গুরুত্বপুর্ণ বিষয় নিম্নে দেয়া হলোঃ
- বাথরুমের রং একটি গুরুত্বপুর্ণ বিষয়। সাদাটে রং হলে সেটা স্বাস্থ্য সম্মত হয়। কেননা তাহলে সহজে ময়লা চোখে পড়ে। সাদার সাথে কিছু নীল ব্যবহার করা যেতে পারে। এতে চোখে প্রশান্তি আসে
- বাথরুমে বাতাস ও আলো চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। এতে করে বাথরুমে জিবাণু বাসা বাঁধতে পারে না।
- বাথরুমের ফ্লোরে টাইলস ব্যবহার করা ফ্লোর টাইলস। হোমোজিনিয়াস টাইলসই সাধারণত ফ্লোরে ব্যবহার করা হয়। তবে সিরামিক টাইলসও অনেকে ব্যবহার করে থাকে
- বাথরুমে বিভিন্ন ধরণের কেবিনেট ব্যবহার করা যেতে পারে। তবে কেবিনেটে সাধারণ কাঠের পরিবর্তে মেরিন কাঠ ব্যবহার করলে ভাল।
- বর্তমানে শাওয়ার ডোর বা গোসল এর স্থানে আলাদা দরজা ব্যবহার বাড়ছে। এটি বর্তমানে বেশ জনপ্রিয়।
- কাঁচের ঘরে তৈরি করে সেখানে গোসলের ব্যবস্থাও বর্তমানে করা হয়।সেই ক্ষেত্রে কাঁচের ঘরে পর্দা ব্যবহার করা হয়।
- পেডাস্টাল , কেবিনেট ও কাউন্টার টাইপের বেসিন ব্যবহার করা হয়। বাথরুমের সাইজ, ধরণ ও বাজেটের উপর এই বেসিনের টাইপ নির্ভর করে।
- বাথরুমে বিভিন্ন ধরণের বাথটাব ব্যবহার করা হয়।
- বাথরুমের বেসিনের কল বিভিন্ন ধরণের, বিভিন্ন দামের পাওয়া যায়।
- অনেকে বাথরুমের গরম পানির জন্য গিজার ব্যবহার করে থাকেন।
- অনেকে বাথরুমে ভেজা অংশ ও শুকনা অংশকে আলাদা করার ব্যবস্থা করে থাকেন।
- মডার্ন বাথরুমে মাল্টিমিডিয়া ব্যবস্থা থাকে।