"কি বলার কথা, কি বলছি!
কি শোনার কথা, কি শুনছি!
কি দেখার কথা, কি দেখছি!
পঞ্চাশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি।"
ভাই অনেক বড় বড় কথা না বলে বরং দেশের জন্য আমরা কি করেছি এবং কি করতে পারি সেটাই ভাবি এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করি। আমরা আমাদের নিজেদের জায়গা থেকে নিজের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলেই দেশ এগিয়ে যাবে। সরকার কোন ইঞ্জিন না, যে একাই দেশকে টেনে নিয়ে যাবে। মনে রাখবেন, "নিজের কাজ ভালোভাবে করাই প্রকৃত দেশপ্রেম"
যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে শিখুন। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের আত্মমর্যাদা ও সম্মান সবার ওপরে, তাদেরকে সেটা দিতে শিখুন। একজন মুক্তিযোদ্ধা যে দলেরই হোক, কিংবা যে মতেরই হোক না কেনো, আপনাকে মাথায় রাখতে হবে যে তিনি এই জাতির তৈরীতে সর্বোচ্চ অবদান রেখেছেন।
পরিশেষে, সবাইকে বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা।
ভালো বলেছেন।
ReplyDelete