রাস্তা নির্মাণে খরচ বের করা

     


    বিটুমিনাস বা পীচ ঢালাই রাস্তা :

    ১. বক্স আকারে মাটি কাটা। (৫০০x ১০x০.৩৭৫) = ১৮৭৫ ঘন.মি.

    ২. ক্যাম্বার অনুপাতে উপরিভাগ ড্রেসিং করণ।(৫০০x১০)= ৫০০০ ব. মি.

    ৩. এক স্তর ইট বিছানোর কাজ। (৫০০x৯.৮৫)=৪৯২৫ ব.মি.

    ৪. দুই স্তর হেরিং বোন বন্ডের এর কাজ।(৫০০ x ৯.৮৫)= ৪৯২৫ ব.মি.

    ৫. দুই ধারে ইটের এন্ড এজিং কাজ।( ৫০০x২) = ১০০০(২ পাশ্ব তাই দৈর্ঘ্যকে ২ দ্বারা গুণ)

    ৬. নির্দিষ্ট পরুত্বের বিটুমিনাস কার্পেটিং কাজ।(৫০০x৯.৮৫) = ৪৯২৫ ব.মি.

    ৭. নির্দিষ্ট পুরুত্বের সিল কোটের কাজ। (৫০০x৯.৮৫) = ৪৯২৫ ব.মি.

    ৮. বালু দিয়ে রাস্তার উপরিভাগ ব্লাইন্ডিং করণ কাজ।(৫০০x ৯.৮৫)= ৪৯২৫ ব. মি.


    বি:দ্র:- এজিং এর জন্য প্রস্থ হতে (০.০৭৫ x২) মি. বাদ দেওয়া হয়। উদাহরন-{ ১০- ২x০.০৭৫} = ৯.৮৫ মি

    *

    Post a Comment (0)
    Previous Post Next Post